আরবে সম্পর্কের প্যাটার্ন বিভিন্ন সময় বদলাতো
ছেলেকে বিয়ে দিতে বাবা গেলেন মক্কা থেকে মদীনায়। ছেলের বিয়ের দিন বাবার একজন পাত্রী পছন্দ হয়। সম্পর্কের দিক থেকে পাত্রী ছেলের চাচাতো শালী।
ঐদিনই তিনি প্রস্তাব দিলেন মেয়ের পরিবারের কাছে। পরিবার রাজি হলে একইদিনে বাবা-ছেলের বিয়ে হলো!
মদীনায় থাকাবস্থায় তারা দুজন ছিলো চাচাতো বোন। কিন্তু, বিয়ের পর একজন আরেকজনের হয়ে যায় সৎ-শ্বাশুড়ি!
আরবে এরকম সম্পর্কের প্যাটার্ন বিভিন্ন সময় বদলাতো।
ঐ বাবা ছিলেন আব্দুল মুত্তালিব, আর ঐ ছেলে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবা আব্দুল্লাহ।
আব্দুল্লাহ বিয়ে করেন আমিনা বিনতে ওয়াহাবকে, আব্দুল মুত্তালিব বিয়ে করেন আমিনার চাচাতো বোন হালা বিনতে উহাইবকে।
এই হালা বিনতে উহাইব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ফুফু সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহার মা।
রাসূলুল্লাহর চাচা এবং ফুফু দুজনই ছিলেন তাঁর সমবয়সী।
হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের প্যাটার্ন দেখলে বুঝা যায় আরবের সম্পর্ক কেমন ছিলো।
– হামজা (রা.) ছিলেন তাঁর চাচা
– তাঁর খালাতো ভাই
– তাঁর দুধ ভাই
– তাঁর ভায়রা ভাই