Ami Mugdho Hoi By Gazi Anas Rawshan Bangla Lyrics

আমি মুগ্ধ হই দেখে বাংলা গজলের লিরিক্স গাজী আনাস রওশন এর নতুন গজল। আমি মুগ্ধ হই বাকরুদ্ধ হই ইসলামিক গজল। এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন গাজী আনাস রওশন।
Title : আমি মুগ্ধ হই | Ami Mugdho Hoi
Artist : Gazi Anas Rawshan
Lyrics : Shafayat Tausif
Tune : Shafayat Tausif
Sound Design : Salman Sadik Saif
Audio & Video : Heaven Tune
Management : @GaziAnasRawshan
Director : H Al Haadi
Production : Heaven Tune
producer : Gazi Anas Rawshan
আমি মুগ্ধ হই বাকরুদ্ধ হই
প্রভু তোমার সৃষ্টি তেখে
ঐ নীল আকাখে মেঘ জখমখে কালো
এক পেসলা বৃষ্টি এসে হঠাৎ থেমে গেল
Your creation O’Almighty
such great and beautiful
You are One and only O’Allah.
আমি শুদ্ধ হই অবরুদ্ধ হই
মনে তোমার দিপ্তী একেে
আমি ক্লান্ত হই অবশ্রান্ত হই
অবাক ধরা দেখে দেখে
আজ ঘুম কেড়েছে ভোরের রাঙা আলো
মিষ্টি রোদের দুষ্টুৃমিটা হঠাৎ থেমে গেলো
Your creation O’Almighty
such great and beautiful
You are One and only O’Allah.
আমি স্তব্ধ হই, আর দগ্ধ হই
প্রভু তোমার প্রেমানলে
আমি তৃপ্ত হই, উদ্দীপ্ত হই
তোমার কথা ভেবে ভেবে
ঐ চাঁদ ঢেকেছে রাতে সাদা কালো
হাওয়ায় হাওয়ায় খুনসুটিটা, হঠাৎ থেমে গেল
Your creation O’Almighty
such great and beautiful
You are One and only O’Allah.