স্ত্রীর লজ্জাস্থান দেখা কি জায়েজ আছে – Shaikh Ahmadullah

স্ত্রীর লজ্জাস্থান দেখা না দেখার বিষয় কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হতাম। স্ত্রীর লজ্জাস্থান স্বামীর জন্য দেখা না দেখা নিয়ে  দু’রকম বর্ণনা পাওয়া যায়।

নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম একে অন্যের লজ্জাস্থান দেখিনি। লজ্জাস্থান শব্দ বলেননি বলেন আমি দেখিনি তিনি দেখেন নাই। তার মানে শালীনতার খাতিরে তিনি শব্দটি উচ্চারণ করেন নি।

যাই হোক এখান থেকে বুঝা যায় যে, না দেখা উচিত এটা।
কোন কোন আর্টিকেল আমি পড়েছি যথাসম্ভব, এটা চোখের জন্য খুব বেশি উপকারী নয়। আর সবচেয়ে বড় কথা হলো যে, এতে আপনার এক ধরনের মানুষের স্বাভাবিক যে লজ্জা সেটার জন্য কিছুটা বিরোধী বা বিপরীত বলা যেতে পারে।

আয়েশা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদীস রয়েছে সেজন্য না দেখাটা উত্তম আমরা বলতে পারি। কিন্তু অন্য আরেকটি হাদীস থেকে অনুমোদন পাওয়া যায়।

তো বিষয়টি হলো এরকম যে কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। বিশেষ করে যদি এমন হয় দেখলে তাদের ভিতর বা নিজেদের ভিতর ভালবাসা বৃদ্ধি পায় সে ক্ষেত্রে দেখতে পারেন। এটাকে হারাম বলার কোন সুযোগ নাই। হা তবে না দেখা উত্তম এটুকু আমি বলতে পারি।

Exit mobile version