সাহু সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি?

সাহু সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি?

সাহু সিজদা দেওয়ার ২ টি সহিহ পদ্ধতি রয়েছে, তারমধ্যে একটু উল্লেখ করছি।

সাহু সিজদা দেয়ার নিয়ম হচ্ছেঃ– শেষ রাকাতের বৈঠকে তাশাহুদ (আত্তাহিয়্যাতু) পড়ে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে আবার ২ টি সিজদা দিতে হবে। ২ সিজদার মাঝখানে অবশ্যই ১ তাসবীহ (সুবহা-নাল্ল-হ বলার) পরিমান সময় সোজা হয়ে বসতে হবে। তারপর যথারীতি আবার তাশাহুদ (আত্তাহিয়্যাতু), দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামায শেষ করতে হবে।

কোন কোন ক্ষেত্রে সাহু সেজদা বাধ্যতামূলক?

 নামাজের মধ্যে কোনো ওয়াজিব আদায় করতে ভুলে গেলে কিংবা ওয়াজিব আদায়ে ভুল হলে সাহু সিজদা দিতে হবে। নামাজে কোনো ফরজ আদায়ে ভুল হলে সাহু সিজদা দিলে হবে না, বরং পুনরায় নামাজ আদায় করতে হবে। শুধু ওয়াজিব তরক হলে সাহু সিজদা দিতে হবে।

উত্তর প্রদানেঃ- মুফতি মুঈনুদ্দীন মল্লিক

Exit mobile version