Dr Mohammad SaifullahDr. Monjur ElahiWriting
শ্বশুরবাড়ীর টাকায় কোরবানী কি জায়েজ?
শশুর বাড়ী থেকে টাকা নিয়ে অনেকে কুরবানী দেয়ার জন্য চেষ্টা করেন বা করে থাকেন। এই ধরনের কুরবানী বৈধ হবে কি না?
আমাদের সমাজে রেওয়াজ আছে, তা হল শশুরকে চাপ দেয়া হয়ে থাকে বা কুরবানী যখন আসে তখন শশুরকে বাধ্য করা হয়ে থাকে
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানী করে না, সে যেন আমাদের ঈদের মাঠের কাছেও না আসে।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নম্বর – ৩১২৩







