মিষ্টি খাওয়া কি সুন্নত

মিষ্টি খাওয়া কি সুন্নত? রেফারেন্সসহ জানাবেন ইনশাআল্লাহ।
উম্মুল মুমিনীন আয়েশা রা. হতে বর্ণিত। তিনি বলেন,

كَانَ رَسُولُ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- يُحِبُّ الحَلْوَاءَ وَالعَسَلَ” متفق عليه
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিষ্টান্ন দ্রব্য ও মধু খেতে পছন্দ করতেন।”
(সহীহ বুখারী, অধ্যায়: পানাহার, অনুচ্ছেদ: মধু ও মিষ্টি খাওয়া এবং মুসলিম, অধ্যায়: তালাক)

এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অভ্যাসগত সুন্নত; ইবাদতগত নয়। অর্থাৎ মধু ও মিষ্টান্ন খাওয়া ইবাদত নয়। তবে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে প্রচণ্ড ভালবাসার কারণে তিনি যা যা ভালো বাসতেন তাই ভালবাসে তাহলে এতে সে সওয়াব প্রাপ্ত হবে ইনশাআল্লাহ।
আল্লাহু আলাম।

Exit mobile version