বিতর নামাজে কি দোয়া কুনুত ছাড়া নামাজ হবেনা?

বিতর নামাজে কি দোয়া কুনুত ছাড়া নামাজ হবেনা?

এর পরিবর্তে কি অন্য কোন দোয়া পড়া যাবে?

বিতর নামাজের শেষ রাকাতে তাকবীর দেওয়া ওয়াজিব এবং দোয়ায় কুনুত পড়া সুন্নাতে মুয়াক্কাদা। সুতরাং দোয়ায় কুনুত পড়া আবশ্যক, দোয়ায় কুনুত মুখস্থ করে তা বেতের নামাজে পড়তে হবে। যে কয়দিন দোয়ায় কুনুত মুখস্থ হচ্ছে না, সেই কয়দিন কুরআনের যে কোনো একটি দোয়ার আয়াত যেমনঃ- রব্বানা আতিনা ফিদ্দুনিয়া………… আয়াতটি পড়লেই নামাজ হয়ে যাবে, তবে দোয়ায় কুনুত মুখস্থ করার দৃঢ় চেষ্টা বহমান থাকতে হবে।

উত্তর প্রদানেঃ- মুফতি মুঈনুদ্দীন মল্লিক

Exit mobile version