নামাজ পড়ার সময় যদি ছানা পড়ার কথা মনে না থাকে তাহলে কি নামাজ হবে?

নামাজ পড়ার সময় যদি ছানা পড়ার কথা মনে না থাকে তাহলে কি নামাজ হবে?

প্রত্যেক নামাজের শুরুতে সানা পড়া সুন্নত। এটি বাধ্যতামূলক নয়। চাইলে পড়তে পারেন, না পড়লেও আপনার কোনো গুনাহ হবে না। শুধু একটা সুন্নত আদায় হবে না।
তবে আপনাকে পরামর্শ দেব যে, সানা পড়বেন। সুন্নত বলে খাটো করে দেখবেন না, সুন্নত আদায় করুন। কারণ এটিই নিয়ম। কিন্তু যদি সানা না পড়েন তাহলে নামাজ হয়ে যাবে।

Exit mobile version