ছোট্ট আমল তবে অনেক বড় – ০৩

খুব ছোট আমল কিন্তু ফজিলতের দিক দিয়ে অনেক বেশি বড়। নিয়মিত এই আমলগুলো করলে ইন শা আল্লাহ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো। ধারাবাহিক আমলের আজকের পর্বে আমরা যে আমলটির কথা জানবো তা শুনে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। খুশিতে আপনার চোখে কান্না এসে যাবে। আমলটির কথা বর্ণিত হয়েছে সহীহ মুসলিমের ৫৫২ নং হাদিসে।

প্রিয় নবী সা. বলেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওজু করার পর পড়বে

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।

সুবহানআল্লাহ! কত সুন্দর একটি আমল। এরচেয়ে সুন্দর আর কী হতে পারে?
এই ছোট্ট আমলটির মাধ্যমে আপনি খুলিয়ে নিচ্ছেনে জান্নাতের আটটি দরজা। সেই জান্নাত যে জান্নাতে যেতে প্রতিটা মুমিনের হৃদয় পাগলপারা।

লিখেছেন

সিলেটে থাকি, পড়ালেখা সিলেটেই। পড়ছি কম্পিউটার সায়েন্স নিয়ে। আর ভালোবাসি লিখালিখি করতে।
Writer and selector at জাগরণ – Jagoron
সসীমের পথ ছেড়ে ছুটি অসীমের পানে

Exit mobile version