অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন

মাঝে মধ্যে যখন আমাদের কারো সাথে ঝগড়া লেগে যায় তখন আমাদের নিজের মন, মুখ কোনো কিছুই কনট্রোলে থাকে না। কনট্রোল হারা হয়ে যায় আর ওই সুযোগটা নেই শয়তানশয়তান ওই সুযোগে আমাদের মুখ থেকে অশ্লীল কথা বের করে দেয়।
আর এই ঝগড়ার সময় অশ্লীল কথা বের করে আমরা অজান্তেই মুনাফিকদের ধর্ম পালন করে নিই!

আর শয়তান তো এটাই চাই যেভাবেই হোক আমাদের জাহান্নামে নিয়ে যাবে। আর ওই ঝগড়ার সময় শয়তান সুযোগ নেই এবং আমরা ঝগড়া হলেই অশ্লীল কথা বের করে ফেলি। আর এটা হলো মুনাফিকের একটি আলামত। তাই আমাদের সবার সতর্ক থাকতে হবে। ঝগড়া হলে মাথা ঠান্ডা করতে হবে। কোনোক্রমেই অশ্লীল ভাষা বের করা যাবে না কারণ এটা মুনাফিকের আলামত।

এখন মনে করেন ওই ঝগড়ার সময় আপনি অশ্লীল ভাষা ব্যবহার করলেন এবং তার কিছুক্ষণ পর আপনি মারা গেলেন তাহলে কী হবে?

তাহলে কী আপনি মুনাফিকের একটি আলামত প্রকাশ করে মুনাফিক হয়ে মরবেন?
তাই ভাবতে হবে যেন কোনোক্রমেই আমরা মুনাফিক হয়ে না মরি। কারণ মুনাফিকদের অবস্থান জাহান্নামের সর্বনিম্নে।

তাই আমার অশ্লীল ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। না হলে, বলা যায় না এর ফলে আমরা মুনাফিক হয়ে গেলাম আর তওবা না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করলাম।

নাভিদ আহমেদ

Exit mobile version