Shaikh Salahuddin MakkiZuma's khutba

জুমা খুৎবা শায়খ সালাহউদ্দীন মাক্কী ০৪/১২/২০২০ইং

ত্রিমহোনী কবরস্থান বাইতুল মামুর জামে মসজিদ
খতিব : শায়খ সালাহউদ্দীন মাক্কী
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মাক্কাহ আল-মুকাররমাহ।

আমি জ্বীন এবং মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হল যে আল্লাহ সুবহানাহু তায়ালা কি শুধু জ্বিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ?

নাকি আল্লাহ সুবহানাহু তায়ালা অন্যান্য যে সৃষ্টি আছে গাছ পালা পশু পাখি আরও অনেক সৃষ্টি আছে, মানুষ এবং জ্বীন ছাড়া এই দুনিয়াতে আরও বহু সৃষ্টি আছে। তো তাদেরকে কি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে।
না
তাহলে এই আয়াতে কেন শুধু মাত্র জ্বীন এবং মানুষদের কথা বলা হল।
জবাব হল এই যে, আল্লাহ সুবহানাহু তায়ালা মানুষ এবং জ্বীন ছাড়া বাকী যত সৃষ্টি দুনিয়ায় আছে। সবাইকে এই দুনিয়ার মাজবুর করে পাঠিয়েছেন বা বাধ্য করে পাঠিয়েছেন। ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে বাধ্য। গাছ পালা তরুলতা পাহাড় পর্বত, পশু পাখী, সবাই আল্লাহ সুবহানাহু তায়ালার ইবাদত না করে কোন উপায় নাই, করতেই হবে।

তারা বাধ্যগত কিন্তু মানুষ এবং জ্বীনকে আল্লাহ সুবহানাহু তায়ালা একটু স্পেশালিটি দিয়েছেন, তাদেরকে freedom of choice দিয়েছেন , মানে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আর এই জায়গায়তেই মানুষ এবং জ্বীন অন্যন্য সৃষ্টির মধ্যে বড় পার্থক্য।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture