যেসব আমলে হজ না করেও হজ ওমরার সমান সওয়াব পাওয়া যায়

অর্থের কারনে হজ্ব করা দিন দিন কঠিন থেকে কঠিন হয়ে পরছে। এমন আমলের কথা বলবেন, যার মাধ্যমে হজ্বের সওয়াব পাওয়া যেতে পারে।
খুবই প্রাসঙ্গিক এবং যোক্তিক প্রশ্ন, এখন ৭/৮ লক্ষ টাকা যাচ্ছে হজ্ব এর জন্য, সামনে না জানি ১০/১২ লক্ষ টাকা লেগে যেতে পারে। দিন দিন এটা মানুষের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। তারপরেও, যাদের প্রতিজ্ঞা থাকবে যে আল্লাহর ঘরে আমি একবার হাজির হবই।

তারা চেষ্টা করবে, টাকা জমানো শুরু করবে, চোখের পানি ফেলবে, আল্লাহ রব্বুল আলামীন অসম্ভবকে সম্ভব করেন। বহু মানুষ কিছুই নেই, কিন্তু হজ্ব করে এসেছেন।

আপনি চেষ্টা করবেন, হতাশ বা নিরাশ হবেন না। পাশাপাশি এটাও ঠিক কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামীন হজ্বের সাওয়াব দান করেন।

Exit mobile version