তায়াম্মুমের সময় হাতের আংটির নিচে কি মাসেহ করা জরুরী

গুরুতর অসুস্থতার কারণে আমি অযু করতে পারছি না। তাই তায়াম্মুম করে সালাত আদায় করতে হচ্ছে। মুহতারামের জানার বিষয় হলো, তায়াম্মুমের সময় হাতের আংটির নিচেও কি মাসেহ করা জরুরী?

হ্যাঁ, হাতে আংটি পরা থাকলে তায়াম্মুমের সময় খুলে বা আংটির সরিয়ে নিচের অংশে মাসেহ করে দিতে হবে। নিচের অংশ মাসেহ না হলে তায়াম্মুম হবে না।

-আলমাবসূত, সারাখসী ১/১০৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫; বাদায়েউস সানায়ে ১/১৬৮; আলমুহীতুল বুরহানী ১/২৯৫; আদ্দুররুল মুখতার ১/২৩৭

Exit mobile version