তাওবা করো মানজুর নাশিদের লিরিক্স, এই নাশিদ গেয়েছেন আহমদ আব্দুল্লাহ।
Artist : Ahmod Abdullah
Lyric : Ahmod Abdullah
Tune : Ahmod Abdullah
Record Label : Feel Records
Sound Design : Jakir Hussain
Video Director : Faruq Tahir
Gfx : Omar Faruq
আমার গোনাহ মাফ করো
সাফ করো আছে যত খাতা কসুর
শর্মিন্দা কৃতকর্মে আমার
তাওবা করো মানজুর….
তাওবা করো মানজুর আল্লাহ্ |||
আমি তো তোমার কাছে চাওয়ারো মুখ রাখি না
আমি তো আমার মতো নিমক হারাম দেখি না
আমি তো তোমার কাছে চাওয়ারো মুখ রাখি না
আমি তো আমার মতো নিমক হারাম দেখি না
নফসের ছলে পড়ে ঈমান আমার
করেছি এতোটা কমজুর
তাওবা করো মানজুর আল্লাহ্ ||
আমি তো তোমার সাথে ওয়াদারও ঠিক রাখি নি
জানি তো কথায় কাজে ইমানের মিল রাখি নি
আমি তো তোমার সাথে ওয়াদারও ঠিক রাখি নি
জানি তো কথায় কাজে ইমানের মিল রাখি নি
মুজরিম গোলাম আমি পাপের ধরায়
হয়েছি গোনাহে মশহুর
তাওবা করো মানজুর আল্লাহ্ ||
আমার গোনাহ মাফ করো
সাফ করো আছে যত খাতা কসুর
শর্মিন্দা কৃতকর্মে আমার
তাওবা করো মানজুর….
তাওবা করো মানজুর আল্লাহ্ |||