আজ হঠাৎ প্রবলভাবে গান শুনতে ইচ্ছে হলো। মন চাইলো—একটা অডিও আপলোড করি। কিন্তু পরক্ষণেই ভেতর থেকে আওয়াজ এলো—“না, এটা তো হারাম!”
তবু কি ইচ্ছের তীব্রতা কমলো? একটুও না। তখনই বুদ্ধি খাটালাম—বাদ্যযন্ত্র ছাড়া কেবল ভোকাল হলে তো গুনাহ হবে না। ব্যাকগ্রাউন্ডে এস্থেটিক কিছু ছবি যোগ করলেই হয়ে যাবে হালাল সংস্করণ! ইচ্ছে পূর্ণ হবে, নফস শান্ত হবে, সাথে ভিউসও বাড়বে…সংখ্যা? থাক, সেটা আর বলি না।
এইভাবে নফসকে শান্ত করলাম। যদিও গানগুলোর লিরিক্স পুরোনো প্রেম, না-পাওয়ার কষ্ট আর স্মৃতির ভারে বারবার দগ্ধ করে গেলো। তবু নিজেকে সান্ত্বনা দিলাম—এখানে তো কোনো শির্ক নেই, নেই কোনো বাদ্যযন্ত্রের সুর।
ঘন্টার পর ঘন্টা শুনলাম, গুনগুন করলাম। তারপর নামাজে দাঁড়ালাম। কিন্তু অবাক হয়ে দেখলাম—ফাতিহার হক্ব আদায় হলো না, অথচ সেই গানের কথাই আমার মন জিকির করে যাচ্ছিল! নামাজ শেষ হলো, কিন্তু খুশুখুযুর কোনো ছায়াই সেখানে ছিল না।
তবু নফস খুশি। মিউজিক দিয়ে শুনতে না পারলেও কেবল ভোকাল শুনে নিজেকে বুঝালাম—এটা জায়েজ। অন্যদেরও শোনালাম, সেয়ার করলাম।
কিন্তু ভেতরের অদ্ভুত শূন্যতা ঢাকতে পারলাম না। এ কীভাবে হলো? নিত্যদিনের মতো এই ‘ফ্লেভার মেশানো মদ’ গলাধঃকরণে নফসের তৃষ্ণা মেটে, অথচ বুঝতে পারি না কেন সালাতের খুশুখুযু হারিয়ে গেছে। কেন কুরআনের পাতা আর ডাকছে না আগের মতো!
একটা সময় ছিল যখন বোনেরা মিউজিক কঠোরভাবে অপছন্দ করতেন। বোধকরি, এখনো করেন! তবে সময় পাল্টে গেছে ইবলিসের বোঝানোর ধরণও পাল্টেছে। মিউজিক হারাম নাকি হালাল—সেই তর্কে আমি কখনোই যাবো না। তবে এই যে রোজ হিন্দি/উর্দু গান যেখানে হয়তো নেই স্রষ্টার সাথে শির্ক এমন কথা তবে সেখানে কি আবেগকে নিয়ন্ত্রণ করানোর ক্ষমতাও নেই?
আছে বলেই, পুরোনো স্মৃতি দাগ কাটে বলেই হয়তো নিছক দিয়ে ফেলা। কিন্তু হতেও তো পারে লিস্টে কোনো বোন সদ্য গান শোনা ছেড়েছেন/হারাম থেকে দূরে থাকতে চাচ্ছেন। তাহলে কেনো আমি স্বেচ্ছায় এমন কিছু আপলোড করবো যা আমার অপর মুমিন বোনের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে?
একান্ত কোনো গান! শুনতে হলে আমি তো সেটা নিজেই শুনতে পারি, ফেসবুক নামক খোলা বাজারে কেনো তা দিতে হবে?
গুনাহ হয়তো হবে না তবে সন্দেহপূর্ণ কাজ থেকেও দূরে থাকা, অন্তরকে দুনিয়ামুখী করে ফেলে এমন কাজ থেকেও কি উচিত নয় দূরে থাকা? আমার দ্বারা এমন কোনো কাজ না হোক যা অন্যের গুনাহের দিক যাবার কারণ হতে পারে যদিও কাজটি আপাত নজরে হালাল মনে হচ্ছে, আল্লাহর জন্য কি এতটুকু করা যেতে পারেনা?