সুনান আত তিরমিজী (তাহকীককৃত):১১৮৪
باب مَا جَاءَ فِي الْجِدِّ وَالْهَزْلِ فِي الطَّلاَقِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَرْدَكَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ ” . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . قَالَ أَبُو عِيسَى وَعَبْدُ الرَّحْمَنِ هُوَ ابْنُ حَبِيبِ بْنِ أَرْدَكَ الْمَدَنِيُّ وَابْنُ مَاهَكَ هُوَ عِنْدِي يُوسُفُ بْنُ مَاهَكَ .
পরিচ্ছেদঃ ৯. প্রকৃতপক্ষে অথবা ঠাট্টাচ্ছলে তালাক দেওয়া
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি বিষয়ে প্রকৃতপক্ষে বললেও এবং ঠাট্টাচ্ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবেঃ বিয়ে, তালাক ও রাজআত (তালাক প্রত্যাহার)।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান–গারীব। সাহাবী ও অপরাপর আলিমগণের আমল এ হাদীস অনুসারে রয়েছে। রাবী আব্দুর রহমান হলেন ইবনে হাবীব ইবনে আদরাক আল–মাদানী। আমার মতে (এই সনদের) ইবনে মাহাক হলেন ইউসূফ ইবনে মাহাক।
Abu Hurairah narrated that:
The Messenger of Allah said: “Three are serious when they are serious, and serious when they are in jest: Marriage, divorce, and return.”
সুনান আত তিরমিজী (তাহকীককৃত)
১১/ তালাক ও লিআন
হাদিস নং ১১৮৪
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)