স্ত্রী অসুস্থ অবস্থায় সহবাস না করে স্ত্রী কে হাত দ্বারা তৃপ্ত করা যাবে কি

স্ত্রী অসুস্থ (পিরিয়ড/মাসিক/হায়েয) থাকা অবস্থায় সহবাস করা যাবে না, সেক্ষেত্রে কি স্ত্রী কে হাত দ্বারা তৃপ্ত করা যাবে কি? স্বামী স্ত্রীর ক্ষেত্রে এমন মৈথুন অবৈধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
(সফল মু’মিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।
(সূরা মু’মিনূন ৫-৭)

সুতরাং অবৈধ হল, নিজের হাতে নিজের বীর্যপাত। স্বামী স্ত্রীর একে অন্যের হাত দ্বারা বীর্যপাত অবৈধ নয়।
আর ঋতুমতী স্ত্রীর সাথে যৌনাচার করার রাসূলুল্লাহ ﷺ ব্যপারে বলেছেন, اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর।
(মুসলিম ৩০২)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version