সৎ শ্বশুর মাহরাম নয়

কোন মহিলার সৎ শ্বশুর কি তার মাহরাম হিসেবে গণ্য হবে?
কোন মহিলার সৎ শ্বশুর অর্থাৎ তার শাশুড়ির পূর্বের স্বামী (যার সাথে পরবর্তীতে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে) মাহরাম নয়। মাহরাম হবে কেবল তার স্বামীর জন্মদাতা পিতা
আল্লাহ তাআলা মাহরাম মহিলাদের বিবরণ দিতে গিয়ে বলেন,

وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ
“আর তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণ (তোমাদের জন্য হারাম)।”
[সূরা নিসা: ২৩]

সুতরাং উক্ত মহিলার স্বামী যেহেতু তার মায়ের ১ম স্বামীর ঔরসজাত পুত্র নয় সেহেতু তার স্ত্রী তার জন্য মাহরাম নয়।

Exit mobile version