Q/AAbdullahil Hadi

শ্বশুর তার ছেলের বউকে দিয়ে হাত-পা টিপে নেয় এটা কি বৈধ

কিছু শ্বশুর তার ছেলের বউকে দিয়ে হাত-পা টিপে নেয়। এটা কি বৈধ?
মাহরাম (স্থায়ীভাবে বিয়ে হারাম) হওয়ার দিক দিয়ে জন্মদাতা পিতা এবং স্বামীর পিতা (শ্বশুর) সমপর্যায়ের। সুতরাং তাদের মধ্যে পর্দা রক্ষা করা জরুরি নয়। তাই পুত্রবধূ প্রয়োজনে জন্মদাতা পিতার মতই সেবার উদ্দেশ্যে তার শ্বশুরের হাত-পা ইত্যাদি টিপতে পারে। তবে নারীদের জন্য সর্বাবস্থায় ফিতনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি।

কারণ কিছু মাহরাম পুরুষ দ্বীনের জ্ঞান বঞ্চিত, প্রবৃত্তি পূজারী এবং ফাসিক প্রকৃতির। এরা মাহরাম হলেও একজন সচেতন ও আত্মমর্যাদা সম্পন্ন নারীর জন্য তাদের সামনে পোশাক-আশাক পরিধান, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সেবা-শুশ্রূষা করা ইত্যাদি সর্বক্ষেত্রে সতর্ক থাকা আবশ্যক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button