সবজি ধোয়া পানি দিয়ে কি অযু করা যাবে কি

আমি একটি মাদ্রাসার বাবুর্চি। রান্না করার আগে একটি বড় প্যানে বা পাতিলে পানি নিয়ে থাকি। তারপর সবজি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখি কিছু সময়। ফলে পানিতে সবজির গন্ধ ভালোই হয়ে থাকে এবং কিছুটা কালার চেঞ্জ হয়। অনেক সময় নামাজের সময় কাছে পানি থাকে না। কিছু দূরে থাকে যার ফলে আমি অলসতা থেকে পানি আনতে মনে চায় না। অযু করার জন্য কি সেই পানি দিয়ে অযু করতে পারি?

যদি প্রশ্ন উল্লেখিত অবস্থায় হয়ে থাকে, সেই পানির স্বাভাবিক তরলতা যদি ঠিক থাকলে অযু সহীহ হবে। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে, পরিষ্কার পানি দিয়ে ওযু করা উত্তম।

Via
-আলআজনাস, নাতিফী ১/৪৬; আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১
Exit mobile version