শশুর বাড়ি হতে বাবার বাড়িতে সফর করে তাহলে কি সে মুসাফির

সফরকারী মেয়ে বা নারী যদি শশুর বাড়ি হতে বাবার বাড়িতে সফর করে তাহলে কি সে মুসাফির বলে গন্য হবে?
মহিলা যদি তার শশুর বাড়িতে সব সময় থাকার নিয়ত করে তাহলে মহিলা পিতার বাড়িতে বেড়াতে এলে পনের দিনের কম থাকার নিয়ত করলে তিনি মুসাফির হবেন। তাই তার কসরই পড়তে হবে।

{ফাতাওআদ্দুররুল মুখতার, খন্ড: 2, পৃষ্ঠা: 131, আলমুহীতুল বুরহানী, খন্ড: 2, পৃষ্ঠা: 401, আলবাহরুর রায়েক, খন্ড: 2, পৃষ্ঠা: 136, ইমদাদুল আহকাম, খন্ড: 1, পৃষ্ঠা: 693য়া দারুল উলুম জাকারিয়া-২/৫১৪, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ-৪/৪৮৩, আপকি মাসায়িল আওর উনকা হল-২/৩৮৩}

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version