স্বামী মারা গেলে নাকফুল খুলে ফেলা আবশ্যক কি

অনেক মহিলা তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশের সময় তাদের কান এবং গলার অলংকার খুলে রেখে দেন। কিন্তু তারা তাদের নাকের দুল বা নাকের ফুল খুলেন না। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে তাদের নাকের দুল খুলে ফেলার প্রয়োজন নেই। আমি জানতে চাই, নাকের দুল বা নাক ফুল না খুলে রাখা কি গুনাহ?

স্বামীর মৃত্যুর পর ইদ্দতের সময়কালে কোনও ধরণের গয়না পরা জায়েজ নয়। অতএব, নাকের দুল বা নাক ফুল পরা জায়েজ নয়। অতএব, এই সময়কালে নাকের দুল বা নাক ফুল খোলা রাখতেই হবে। তবে, ইদ্দতের সময়কাল শেষ হয়ে গেলে, তিনি যেকোনো ধরণের গয়না পরতে পারেন।

–আলবাহরুর রায়েক ৩/১৫০; ফাতহুল কাদীর ৪/১৬১; ফাতাওয়া খানিয়া ১/৫৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৭২

Exit mobile version