রোজা থেকে তরকারির লবণ চাকা / দেখা যাবে কি

রোজা রেখে তরকারির লবণ টেষ্ট করা বা চেকে দেখার জন্য কয়েকটি শর্ত রয়েছে।
১/স্বামী যদি বদমেজাজি হয় যে তরকারিতে লবণ এদিক সেদিক হলে‌ ঝগড়া করবে অথবা পরিবারে সদস্য যদি এমন কেউ হয়।
২/রাঁধুনি ব্যক্তি তরকারিতে যদি লবণ না চাখে তাহলে যদি খানাটি নষ্ট হয়ে যাবার আশংকা হয়।
৩/রান্না কৃত খানা টি যদি বড় কোন মজলিসের হয় অথবা হোটেলের হয় তাহলে সতর্কতা স্বরুপ লবণ চাকা জায়েজ আছে।

লবণ চাকার ধরন হচ্ছে তরকারির টি জিহ্বায় শুধু লাগাবে গলার ভিতরে নিবেনা।সাথে সাথে কুলি করে মুখ ধুয়ে নিবেন।
মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, বর্ণনা : ৯৩৮৫; ফাতাওয়া খানিয়া : ১/২০৪; আল-মুহিতুল বুরহানি : ৩/৩৫৬; আত-তাজনিস ওয়ালমাযীদ : ২/৪৮; আল-বাহরুর রায়েক : ২/২৭৯; তাবয়িনুল হাকায়েক : ২/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৯৯

Exit mobile version