রোজা রেখে হলিউড/বলিউডের সিনেমা দেখি রোজা হালকা হয়ে যাবে

রোজা রেখে আমি যদি হলিউড/বলিউডের সিনেমা দেখি, তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে?
রোজা অবস্থায় কি ইলেক্ট্রনিক মিডিয়ায় অশ্লীল ভিডিও, নাটক-সিনেমা, নাচ-গান দেখা যাবে?
দেখলে রোজা রাখলে কোন ক্ষতি হবে?

হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, যারা রোজা রেখে তাদের গুনাহ ত্যাগ করতে পারে না, তাদের ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত বৃথা বা নিষ্ফল।

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ للهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই।
[সহিহ বুখারী-হাদিস নং ১৯০৩]

Exit mobile version