রোজা থাকা অবস্থায় নাটক-সিনেমা-গান দেখলে রোজা ভেঙ্গে যাবে কি

রোজা রেখে সময় কাটানোর জন্য নাটক বা সিনেমা বা গান শুনলে রোজা ভেঙ্গে যাবে কি?
রোজার উদ্দেশ্য হল তাকওয়া, পরহেজগারি বা আল্লাহভীতি এবং আত্মশুদ্ধি অর্জন। রোজা সংক্রান্ত আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন:

لَعَلَّكُمْ تَتَّقُونَ
যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পার।

রাসুলুল্লাহ ﷺ-ও এটাই বুঝিয়েছেন। এজন্য তিনি বলেন,

لَيْسَ الصِّيَامُ مِنَ الأَكْلِ وَالشُّرْبِ ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ
পানাহার বর্জন করাকে রোজা বলা হয় না। প্রকৃতপক্ষে অশ্লীল, অশ্লীল কথা ও খারাপ কাজ থেকে বিরত থাকার নামই রোজা।
(সহিহ ইবনু খুযাইমা : ১৯৯৬)

প্রচলিত টিভিতে যে, নাটক-সিনেমা ও নাচ-গান রোজা ভঙ্গের কারণ নয়; কিন্তু রোযার উদ্দেশ্য অর্জনে অবশ্যই কঠিন বাধা রয়েছে। কারণ এগুলোর অধিকাংশই রোজার শিক্ষা ও উদ্দেশ্যের পরিপন্থী। তাই এগুলো পরিহার করা উচিত। অন্যথায় রোজা মাকরূহ হয়ে যাবে।

এজন্য ওমর ইবনু আব্দুল আজিজ রহ. বলেন,

لَيْسَ تَقْوَى اللَّهِ بِصِيَامِ النِّهَارِ ، وَلا بِقَيَامِ اللَّيْلِ ، وَالتَّخْلِيطِ فِيمَا بَيْنَ ذَلِكَ ، وَلَكِنَّ تَقْوَى اللَّهِ تَرْكُ مَا حَرَّمَ اللَّهُ ، وَأَدَاءُ مَا افْتَرَضَ اللَّهُ ، فَمَنْ رُزِقَ بَعْدَ ذَلِكَ خَيْرًا فَهُوَ خَيْرٌ إِلَى خَيْرٍ
দিনের বেলা রোজা রাখা এবং রাতে তারাবীহ নামায পড়া এবং মাঝখানে আজেবাজে চলা ফেরার নাম তাকওয়া নয়; বরং প্রকৃত তাকওয়া হল, আল্লাহ যা নিষেধ করেছেন বা হারাম করেছেন তা পরিত্যাগ করা এবং যা ফরয করেছেন তা আদায় করা। কেউ যদি এর চেয়ে বেশী কিছু করতে পারে তাহলে তা খুবই ভাল কাজ।
(আযযুহদুল কাবীর ৯৬৪)

আল্লাহই ভালো জানেন

Exit mobile version