“মন ছুঁয়ে যাওয়া নাশিদ – রহম ডোর” আবু উবায়দার কণ্ঠে অত্যন্ত হৃদয়স্পর্শী এক দোআভরা গজল। এতে মানুষের অভিযোগ–অনুযোগ, ভুল–ত্রুটি ও পথহারা জীবনের কষ্ট আল্লাহর রহমতের দ্বারে নিবেদন করা হয়েছে। পাপী অন্তরের কান্না, দোজখের ভয়ে তাওবার আকুতি এবং ফিতনা থেকে হেফাজতের আহ্বান নাশিদটিকে আরও গভীর করে তোলে। এতে আল্লাহর প্রতি ভালোবাসা, গোলামী এবং দুনিয়া–আখিরাতে কামিয়াবির আবেদন হৃদয় নরম করে।
আবু উবায়দার আরও অনন্য গজল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
Music Director & Performed By: Abu Ubayda
Lyric: Abdus Samad Sayem
Sound & Mix-Master: Mahdi Hasan
Director: Faruq Tahir
অভিযোগ, অনুযোগ, কত শত অনুরোধ
সব যেন ঢাকা পড়ে যায় আধারে
পথ হারিয়ে দিশাহীন প্রতিদিন
মমতায় ঢেকে লও রহম দুই ডোরে
অভিযোগ, অনুযোগ, কত শত অনুরোধ
সব যেন ঢাকা পড়ে যায় আধারে
পথ হারিয়ে দিশাহীন প্রতিদিন
মমতায় ঢেকে লও রহম দুই ডোরে
আমার অন্তরে আছে যত অনুরাগ
সব যেন হয় প্রভু তোমার তরে
আমার অন্তরে আছে যত অনুরাগ
সব যেন হয় প্রভু তোমার তরে
পাপীর এই অন্তর কাঁদে অবিরাম
ভয়াবহ দোজখের দণ্ড ডরে
অভিযোগ, অনুযোগ, কত শত অনুরোধ
সব যেন ঢাকা পড়ে যায় আধারে
পথ হারিয়ে দিশাহীন প্রতিদিন
মমতায় ঢেকে লও রহম দুই ডোরে
মাওলা মাওলা আমার
মালিক সারা জাহার
না চাইতেই দাও সব তুমি
তুমি অন্তরজামী
আজিজো গাফ্ফার
মাওলা মাওলা আমার
তোমার আদেশ আমি মাথা পেতে নিই
নিষেধ আছে যত দূরে ঠেলে দেই
তোমার আদেশ আমি মাথা পেতে নিই
নিষেধ আছে যত দূরে ঠেলে দেই
ফিতনা–ফাসাদের মহা প্লাবনে
হেফাজত করিও এই অধমেরে
অভিযোগ, অনুযোগ, কত শত অনুরোধ
সব যেন ঢাকা পড়ে যায় আধারে
পথ হারিয়ে দিশাহীন প্রতিদিন
মমতায় ঢেকে লও রহম দুই ডোরে
কামিয়াবি নসীবে দিও দিও রব
ইহ–পরকালে পথ যত আছে সব
কামিয়াবি নসীবে দিও দিও রব
ইহ–পরকালে পথ যত আছে সব
তোমার গোলামী যেন করি দিনরাত
তাওফিক দিও প্রভু রোজ আমারে
অভিযোগ, অনুযোগ, কত শত অনুরোধ
সব যেন ঢাকা পড়ে যায় আধারে
পথ হারিয়ে দিশাহীন প্রতিদিন
মমতায় ঢেকে লও রহম দুই ডোরে
অভিযোগ, অনুযোগ, কত শত অনুরোধ
সব যেন ঢাকা পড়ে যায় আধারে
পথ হারিয়ে দিশাহীন প্রতিদিন
মমতায় ঢেকে লও রহম দুই ডোরে
