নিজের জন্য এক ভাগের বেশী রাখা কি হারাম?
কুরবানী করার পর কুরবানীর যে গোশত এটা ৩ভাগ করার বিধানটা কি?
এটা কি ফরজ নাকি ওয়াজিব কোন পর্যায়ে?
কোরবানীর এই গোশত থেকে যে ৩ ভাগ করা হয়, নিজের জন্য কতটুকু আমি রাখতে পারব, এর কোন সীমারেখা আছে কি না, কতটুকু আমি খাব, কতটুকু আমি বন্টন করব?
‘আলী (রাঃ) হতে বর্ণিত যে, তাঁকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজের কুরবানীর জানোয়ারের পাশে দাঁড়াতে আর এগুলোর সমুদয় গোশ্ত, চামড়া এবং পিঠের আবরণসমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং তা হতে যেন কসাইকে পারিশ্রমিক হিসেবে কিছুই না দেয়া হয়।সহীহ বুখারী
হাদিস নম্বর – ১৭১৭