কুরআন শরীফ উচ্চস্বরে তেলোয়াত করলে কি বেশি সওয়াব হবে

কুরআন শরীফ উচ্চস্বরে তেলোয়াত এবং চুপিস্বরে তেলোয়াত করলে একই সওয়াব হবে? নাকি উচ্চস্বরে তেলোয়াত করলে বেশি সওয়াব হবে?
জোরে পড়ার পরিবেশ থাকলে জোরে পড়বেন আস্তে পড়ার পরিবেশ থাকলে আস্তে পড়বেন সোয়াবের কোন তারতম্য হবেনা ইনশাআল্লাহ কেননা আস্তে পড়লেও আমার আল্লাহ শ্রবণ করেন জোরে পড়লেও আমার আল্লাহ শ্রবণ করেন।

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করল তার বিনিময়ে সে একটি নেকী পাবে, আর একটি নেকীর বদলা হবে দশগুণ, একথা বলছি না যে, আলিফ-লাম-মীম, একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মীম একটি অক্ষর।’ (তিরমিজি, হাদিস: ২৯১০)

তামিম আদ্দারি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রাতে এক’শ আয়াত তেলাওয়াত করবে সে সম্পূর্ণ রাত জাগরণকারী হিসেবে গণ্য হবে।’
(সুনান আদ্ দারেমি, হাদিস: ১৬৯৫৮)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version