পিঁপড়া তাড়ানোর দোয়া

পিপঁড়া পিপীলিকা দূর করার উপায় আমল দোয়া। পিঁপড়ে আমাদের সবার ঘরে কম বেশী দেখা যায়। এর যন্ত্রনা যে কি তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে।
পিপড়াকে আল্লাহ্‌ তায়ালা খুব ভালোবাসেন, এজন্য নবী বলেছেন চারটা প্রাণীকে তোমরা হত্যা করবানা আমার উম্মত, এক নম্বর হলো সাদ নামক একটা প্রাণী আরব দেশে পাওয়া যায়, আবার পিঁপড়া কে হত্যা করবানা, এরপর হত্যা করবানা ব্যাঙকে, আর চতুর্থবারে হত্যা করবানা হুদহুদ পাখিকে, এই চারটা প্রাণী তোমরা হত্যা করবানা।

 قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةِ وَالنَّحْلِ وَالْهُدْهُدِ وَالصُّرَدِ
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ধরনের প্রাণী হত্যা করতে নিষেধ করেছেনঃ পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি ও সুরাদ পাখি।
[সুনান ইবনু মাজাহ ৩২২৪, আবূ দাউদ ৫২৬৭, আহমাদ ৩০৫৭, ৩২৩২, দারেমী ১৯৯৯, ইরওয়া ২৪৯০, রাওদুন নাদীর ৫৯৪।]

শুধু মাত্র একটি আমল করুন, একটি আয়াত ১০ বার পরে পানির মধ্যে ফুক দেন এবং পানিটা সম্পূর্ণ ঘরে ছিটিয়ে দেন, কিছু সময় পরে দেখবেন পিপড়া যার যার ঘরে বা তার গর্তে চলে যাবে বা তার জায়গায় চলে যাবে।

يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ 
[২৭ঃ১৮]

এই আয়াতটি ১০ বার পরে পানির মধ্যে ফুক দেন এবং পানি ছিটিয়ে দেন, দেখবেন সব পিপড়া আপনার চোখের আড়াল হয়ে গেছে, আপনি একটাও খুজে পাবেন না।

পিপড়ার অত্যাধিক মর্যাদা, নবী মারতে নিষেধ করেছেন। এই পৃথিবীতে মানুষের যে নাকের ঘ্রাণ রয়েছে তার থেকে ২৭ গুন বেশী ঘ্রাণ ক্ষমতা দিয়ে আল্লাহ্‌ রব্বুল আলামিন পিপড়াকে সৃষ্টি করেছেন।

Exit mobile version