অন্য ধর্মের হাচির জবাবে কি বলতে হবে

আমার দোকানে একজন হিন্দু কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছে। আমাদের দেখে তিনিও হাঁচি দেন এবং বলেন ‘আলহামদুলিল্লাহ’। এখন আমি যা জানতে চাই, তিনি কি হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে পারবেন?

কোনো অমুসলিম হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বললে তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা উচিত নয় বা না বলে আপনি يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ (আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন) বলবে। হাদীস শরীফে এসেছে, হযরত আবূ মূসা আশআরী রা. বলেন-

كَانَ اليَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُونَ أَنْ يَقُولَ لَهُمْ: يَرْحَمُكُمُ اللهُ، فَيَقُولُ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ.
ইহুদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁচি দিত, যাতে এর জবাবে তিনি তাদেরকে يَرْحَمُكُمُ اللهُ (আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন) বলেন। কিন্তু তিনি তাদের উত্তরে বলতেন-
يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
[আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন।]
(জামে তিরমিযী, হাদীস ২৭৩৯)

-ফাতহুল বারী ১০/৬১৯; উমদাতুল কারী ২২/২২৬; তাবয়ীনুল মাহারিম, পৃ. ৭৫৮; রদ্দুল মুহতার ৬/৪১৪

Exit mobile version