Q/AScholar BanglaSheikh Ahmad Ullah
অনেক নারী বাহিরে পর্দা করেন, ঘরে পর্দা করেন না; তাদের বিধান কী?
আমাদের দেশের বেশীর ভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে কিন্তু, বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শুশুর, দেবর, ভাইদের সাথে সাধারন ভাবে দেখা করে, এটি কতটুকু জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে।