অজুর পর দোয়া কি আকাশে তাকিয়ে পড়তে হয়

অজুর পরে কালেমায়ে শাহাদাত পড়তে হয় আকাশের দিকে না তাকিয়ে সওয়াব পাওয়া যায়?
অজু শেষ হওয়ার পর কেউ যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‫‬

কেউ যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে ওযু করার পর এবং কোন কোন রেওয়াতে একটা দোয়ার কথা এসেছে।

اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين

বিশেষ করে কালিমায়ে শাহাদাত এবং পাশাপাশি এই দোয়াটা কোন বর্ণনা এসেছে, কেউ যদি অজুর পর পাঠ করে। অযু আগে ঠিকমতো করতে হবে, তারপরে যদি এটা পরে এবং সুন্দর মত অজু করার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ৮ দরজা যে কোনো একটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল করতে হবে।

Exit mobile version