অযু করার পর নখ কেটে ফেলি আমার কি আবার অযু করতে হবে

একবার ওযু করে হাত এবং পায়ের নখ কেটে ফেলি। অতঃপর এই স্থানগুলো না ধুয়ে বা পুনুরায় অযু না করে নামাজ পড়ি। জানার বিষয় হল, আমার নামায কি সহীহ, নাকি আমাকে আবার নামাজ আদায় করতে হবে?
হ্যাঁ, আপনার নামায আদায় হয়েছে; আবার সেই সালাত আদায় করতে হবে না। কারণ ওযুর পর নখ কাটা হয়ে গেলে আবার ধোয়ার প্রয়োজন হয় না। তাই ওযুতে কোন ক্ষতি নেই। তাবেয়ী ইউনুস রহ. বলেন-

عَنِ الْحَسَنِ؛ فِي الرَّجُلِ يَأْخُذُ مِنْ شَعْرِهِ وَمِنْ أَظْفَارِهِ بَعْدَ مَا يَتَوَضَّأُ؟ قَالَ : لاَ شَيْءَ عَلَيْهِ.
হাসান বসরী রাহ.কে জিজ্ঞেস করা হলো, ওযুর পর চুল ও নখ কাটলে পুনরায় অযু বা ধোয়া কি জরুরী?
তিনি উত্তরে বললেন, কিছুর দরকার নেই।
(মুসান্নাফ ইবনে আবী শায়বা, বর্ণনা-৫৭৬)

কিতাবুল আছল ১/৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; ফাতাওয়া খানিয়া ১/৩৪; দুরারুল হুক্কাম ১/১০; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৭২

Exit mobile version