Writing
অধিক বৃষ্টি ও ভারি বর্ষনের সময় পড়ার দোয়া

অতিরিক্ত বৃষ্টি হলে এই দোয়াটি পাঠ করতে পারেন:
হযরত আনাস ইবনে মালিক রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) অধিক বৃষ্টি ও ভারী বর্ষণের সময় এই দুয়া পড়তেন,
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ
(উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা আলাল আ-কামি ওয়ায-যিরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি।)
অর্থ: “হে আল্লাহ্! আমাদের আশেপাশে (বর্ষণ করুন), আমাদের উপর নয়; টিলা, পাহাড়, উচ্চভূমি, মালভূমি, উপত্যকা এবং বনভূমিতে বর্ষণ করুন।”
[সহীহ্ বুখারী, ১০১৩]
এই দোয়াটি অত্যন্ত উপকারী, কারণ এর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যেন বৃষ্টি আমাদের ওপর না হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে এবং যেখানে প্রয়োজন সেখানে হয়।
আল্লাহর রহমত:
বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত। তাই অতিরিক্ত বৃষ্টি বা দুর্যোগের সময় এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে পানাহ চাওয়া এবং তাঁর সাহায্য প্রার্থনা করা হয়।
নবীজির সুন্নাহ:
নবীজি (সা.) অতিবৃষ্টি থেকে বাঁচতে এই দোয়াটি পড়তেন, যা এই দোয়ার আমলকে সুন্নাহের অংশ করে তুলেছে।
অতিবৃষ্টি ও বজ্রপাত থেকে বাঁচতে এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।