Noyner Moni Bangla Lyrics by Abu Ubayda
![Noyner Moni by Abu Ubayda Bangla Lyrics - Islami Lecture](/wp-content/uploads/2024/08/Noyner-Moni-by-Abu-Ubayda-Bangla-Lyrics-Islami-Lecture.webp)
মন উজাড় করা সুরে নবী প্রেমের গজল নয়নের মনি আবু উবায়দার নতুন গজল।
Compose & Performed by Abu Ubayda
Lyric: Abu ubayda & Nur Sajjad
Sound Design: Mh Tamim
Choreography: Piash Mia
Light: Naeem Subhan
Supervised by: Abu Hurayra
Director: Shakir Ahsanullah
নয়নের মনি
আমার নয়নের মনি
কুল আলামের সেরা তুমি
রহমের ক্ষনি
আরশে মুওয়াল্লাতে যার নাম
সৃষ্টির শুরুয় লেখা
প্রভুর কাছে চাওয়া খোয়াব
দৃষ্টিই সে নূর দেখা
তাঁর প্রেমেতে চাঁদ সিতারা
বেকুল বেকুল করে
ফেরেস্তারা যেই মহিমায়
দরুদ শরিফ পড়ে
সেই রাসুলের ভালোবাসায়
আমার জীবন খানি
ঘুমের ঘোরে নয়ন জুড়ে
নকশা ভাসে রওজার,
সবুজ গম্বুজ সোনার জালি
গলিপথ মদিনার
মদিনার ওই রাস্তা ছুঁয়ে
আসা মরুর বায়ু,
বাড়ায় বহুগুণে যেন
এ দিওয়ানার আয়ু
চাই দিওয়ানার প্রেম নহরের
অমিয় সে পানি।
নয়নের মনি
আমার নয়নের মনি
সীমাহীন যার ভালোবাসা
উম্মতেরি তরে
কেমনে আমি ভালোবাসি
মেপে মেপে তাঁরে
ভালোবাসেন খোদা নিজেই
হাবিবে খোদারে
দিওয়ানা তাঁর হেথায়-হোথায়
এপারে ওপারে
মাপা মাপা হয় কী রে আর
মাস্তানার মাস্তানি?
নয়নের মনি
আমার নয়নের মনি