নিয়ামাত সূরা আর রাহমান অবলম্বনে গজল গেয়েছেন গাজী আনাস রওশন।
Title : ‘নিয়ামাত’ | সূরা আর রাহমান অবলম্বনে গজল | Niamat
Artist : Gazi Anas Rawshan
Lyrics : Habib Reza Ahmed
Tune : Nabil Adnan
Sound Design : Salman Sadik Saif
Audio & Video : Heaven Tune
Video : Imran Hasan
Production : Heaven Tune
Color Direction : Bonie Amin
ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান ||
রবের কোন কোন নেয়ামত অস্বীকার
করবে বল এই দুনিয়া
ছেড়ে তবে
অন্য কোথাও চলো ||
পারবে না তা কোনভাবে কোনদিন
যতই করো বরাই সবই অর্থহীন ||
মহান রবের সৃষ্টি রাজি
মহান রবের সৃষ্টি রাজি মহান
সবই তারই শান
ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান ||
ফুলে ফলে সাজিয়েছে
এই মাটি
সিজদারত
বৃক্ষ তরু তৃণরাজি ||
চাঁদ সুরুজ চলে হিসাব মানিয়া
চলছে সাগর চলছে দেখো দুনিয়া ||
অগ্নিতে জ্বিন মৃত্তিকাতে সব ইনসান
ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান ||
তিনি রহমান মহা মহিন গরিয়া
শিখিয়েছেন মানুষকে তার আল কোরআন
ধ্বংস হবে সকলকে কিছুই ভূপৃষ্ঠের
মহিমাময় সত্তা ছাড়া ওই রবের
ধ্বংস হবে সকলকে কিছুই ভূপৃষ্ঠের
মহিমাময় সত্তা ছাড়া ওই রবের
পাপীদের চিনবে সেইদিন চেহারা
জান্নাতিরা বসবে রেশম বিছানায়
পাপীদের চিনবে সেই দিন চেহারায়
জান্নাতিরা বসবে রেশম বিছানায়
ন্যায়দন্ডে বিচার করবেন সময়
ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান