মেয়েরা কি স্বামী কে দেখানোর জন্য চুল কালার করতে পারবে

স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে-পরপুরুষকে দেখানো উদ্দেশ্য না হলে-মহিলারা চুল বাদামী, সোনালী, লালচে প্রভৃতি কলপ দিয়ে রঙাতে পারে। (রদ্দুল মুহতার ৬/৭৫৬ আলমুগনী ১/১২৭ আল-ফাতাওয়াল মুহিম্মাহ, লিনিসাইল উম্মাহ ২৫)

তবে তাতে যেন কোন সেলিব্রেটি বা কাফের নারীর অনুকরণ বা বেশধারণ উদ্দেশ্য না হয়। কেননা হাদীস শরীফে এসেছে,وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে সেই জাতির দলভুক্ত। (আহমদ ৫১১৪)

উল্লেখ্য, এক প্রকার মোটা কলপ চুলে দিলে, গোসলের সময় চুলে পানি পৌঁছে না। সুতরাং তা থাকা অবস্থায় ফরয গোসল শুদ্ধ হবে না।

Exit mobile version