নামাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাবে কি

কেউ মসজিদে বসে নামাযের জন্য অপেক্ষা করলে, নামাযের সওয়াবের কথা হাদীসে বর্ণিত আছে, এখন কেউ যদি নামাযের অপেক্ষায় বসে না থেকে দাঁড়িয়ে থাকে, তাহলে সে কি হাদীস অনুযায়ী বসে থাকা ব্যক্তির সমান সওয়াব পাবে?
সালাত শুরু করার আগে ইমামের জন্য অপেক্ষা করতে নিষেধ রয়েছে। তাই মসজিদে এসে নামাজের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না। বরং বসে বসে অপেক্ষা করলে নামাজের সওয়াব পাবেন, ইনশাআল্লাহ।

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُنْعِمِ، هُوَ صَاحِبُ السِّقَاءِ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، وَعَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلٍ ‏ “‏ يَا بِلاَلُ إِذَا أَذَّنْتَ فَتَرَسَّلْ فِي أَذَانِكَ وَإِذَا أَقَمْتَ فَاحْدُرْ وَاجْعَلْ بَيْنَ أَذَانِكَ وَإِقَامَتِكَ قَدْرَ مَا يَفْرُغُ الآكِلُ مِنْ أَكْلِهِ وَالشَّارِبُ مِنْ شُرْبِهِ وَالْمُعْتَصِرُ إِذَا دَخَلَ لِقَضَاءِ حَاجَتِهِ وَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي ‏”‏ ‏.‏

১৯৫। জাবির ইবনু আদিল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রাঃ)-কে বললেনঃ হে বিলাল! যখন তুমি আযান দিবে, ধীরস্থিরভাবে ও দীর্ঘস্বরে আযান দিবে এবং যখন ইকামাত দিবে তাড়াতাড়ি ও অনুচ্চস্বরে ইকামাত দিবে। তোমার আযান ও ইকামাতের মাঝখানে এতটুকু সময় ফুরসত দিবে যেন খাবার গ্রহণকারী তার খাবার হতে, পানকারী তার পান হতে এবং পেশাব-পায়খানারত ব্যক্তি তার পায়খানা-পেশাব হতে অবসর হতে পারে। তোমরা আমাকে না দেখা পর্যন্ত নামাযে দাড়াবে না।
[সুনান আত তিরমিজীঃ১৯৫]

হাদিসের মানঃ যঈফ (Dai’f)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)

والله اعلم بالصواب

Exit mobile version