মুস‌লিম মেয়ে‌রা কেন সবার সাথে কথা ব‌লবে না?

মিসরের প্রখ্যাত গবেষক আ‌লিম শাইখ শা’রাবী রহ. একবার ইং‌ল্যাণ্ড সফরে গেলে জ‌নৈক ইং‌রেজ তাকে প্রশ্ন করে-
আপনাদের মেয়েরা কেন সব ধরণের পুরুষকে সালাম দেয় না এবং সবার সাথে মুসাফাহা করে না?

তি‌নি বড় বিস্ময়কর জবাব দিলেন। বললেন : তোমাদের ইংল্যান্ডে সবাই কি রানীকে সালাম তথা অভিবাধন জানাতে পারে?
রানী কি সবার সাথে হ্যাণ্ড‌শেক করে?

সে বলল, না, রানী সবাইকে সাক্ষাত দেয় না। সবার সাথে হ্যাণ্ড‌শেক করে না! এখানে আইন করা আছে, ৭প্রকারের লোকদের সাথেই ‌কেবল রানী করমর্দন ক‌রবেন!

শাইখ শা’রাবী বলেন : আমাদের দীনেও আইন করা আছে, মেয়েরা ১২প্রকার পুরুষের সাথে পর্দা ছাড়া সাক্ষাত দিতে পার‌বে; এর বাইরে নয়। তারা হলো বাবা, দাদা, স্বামী, স্বামীর সন্তান, পুত্র, ভাই, চাচা, মামা, ভা‌তিজা, ভা‌গিনা, ছেলের ঘরের নাতী, ‌মেয়ের ঘ‌রের নাতী।

‌তোমরা যেমন রানীর সম্মানার্থে এমন কর, তেম‌নি আমরাও নারীর সম্মানার্থে এমন ক‌রি। আমাদের দীনে মেয়েরা হলো রানীর মত। প্রত্যেক রানীর সভাষদ আছে; যারা তাকে অ‌ভিবাধন জানা‌নোর অ‌নুম‌তি লাভ করে। ১২প্রকার পুরুষ হলো নারীর সভাষদের মতো, অব‌শিষ্টরা সবাই হলো সাধারণ পাব‌লিকের মতো। এদের সাথে মেয়েরা বেআব্রু সাক্ষাত দিতে পার‌বে না।

আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন। তাঁকে জাযায়ে খাইর দান করুন।

লিখেছেন

‌শিক্ষকতা, দাওয়াহ, লেখা‌লে‌খি, সস্পাদনা, খুতবা প্রদান

Exit mobile version