মৃত ব্যাক্তিকে মসজিদের ভেতর কবর দেওয়া কি জায়েজ

আমরা কি সেই মসজিদনামাজ পড়তে পারি যেখানে মৃত ব্যক্তিদের কবর দেওয়া আছে মসজিদের ভিতরে?
আর যে মসজিদ গুলো মাজার কেন্দ্রিক কিংবা ভিতরে মাজার আছে সেখানে সালাত আদায় করা কি ঠিক?
কিছু মসজিদের মুতাওয়াল্লি মসজিদের ভিতরে তাদের কবরের জন্য একটি বিশেষ স্থান সংরক্ষিত জায়গা রেখে দেন। মৃত্যুর আগে তারা সেখানে দাফন করার অনুরোধ করে। কিছু জায়গায় তাদের অসিয়ত অনুসারে, আপনি মসজিদের ভিতরে এই বিশেষ কবর দেখতে পাবেন।

শাইখ বিন বায ও বিন উসাইমিন বলেন, রাসূল সা.স্পষ্টভাবেই কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছেন।
ইরশাদ করেন, আল্লাহ তা’আলা ইহুদি নাসারাদের অভিশপ্ত করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। [বুখারি, মুসলিম]

 মৃত ব্যাক্তিকে মসজিদের ভেতর কবর দেওয়া বা কবরের ওপর মসজিদ নির্মাণ করা ইসলামে নিষিদ্ধ।

তবে কোথাও যদি এভাবে মসজিদ নির্মাণ করেই ফেলে এবং মসজিদের ভেতরে কবরের চারপাশে উঁচু দেয়াল দ্বারা যদি বেষ্টন করে দেওয়া হয়, তাহলে ওই মসজিদে নামাজ পড়া বৈধ হবে।

[বুখারি, হাদিস : ১৩৩০, মিশকাত, পৃ : ৭১, হিন্দিয়া : ৩১৯-৩২০, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ : ৪/৭৩]

Exit mobile version