মসজিদের মাইক দিয়ে মৃত্যুর সংবাদ প্রচার করা কি জায়েজ

শরীয়তের মূলনীতি অনুযায়ী মসজিদের মাইক দানের সময় দাতার তরফ থেকে অনুমতি থাকলে মৃত্যু সংবাদ ইত্যাদি প্রচার করা জায়েয।
যেহেতু বর্তমানে মসজিদের মাইক থেকে এজাতীয় এলান করা উরফ তথা সাধারণ রেওয়াজে পরিণত হয়েছে, তাই মাইকদাতা এবং মসজিদের সার্বিক ব্যয় নির্বাহে চাঁদা দানকারী মুসল্লিদের তরফ থেকে এ ব্যাপারে অনুমতি ও সম্মতি বিদ্যমান থাকে।

এ কারণে মানুষের সাধারণ দান (তথা মসজিদের সাধারণ ফান্ড) থেকে ক্রয়কৃত মাইকে মৃত্যু সংবাদ প্রচার ও জানাজার এলান করা শুদ্ধ হবে।

আলফাতাওয়াল হিন্দিয়া ২/৪৫৯, আল বাহরুর রায়েক ৫/৪২০

আল্লাহ তায়ালা আমাদের কে আমল করার তাওফীক দান করুন।

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version