মসজিদে আজান না দিয়ে ফরজ নামাজ আদায় করা যাবে কি

মসজিদে আজান না দিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে তবে গোনাহ হবে।

নামাজের ওয়াক্ত হওয়ার পর আজান না হলেও নামাজ আদায় শুদ্ধ হবে। তবে জামাতের জন্য আজান দেওয়া সুন্নতে মুআক্কাদাহ। মসজিদ ব্যতীত অন্যত্র জামাতের ক্ষেত্রে স্বীয় এলাকার মসজিদের আজান তাদের জন্য যথেষ্ট হবে।

সূত্র : রদ্দুল মুহতার : ১/৪০৯, কানজুদ্দাকায়েক, পৃ. ১৯

Exit mobile version