মনে বিশ্বাস রাখুন – আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে পারলে চোখে জল রেখেও হাসা যায়।
আর না পারলে অনেক প্রাপ্তিও কম মনে হয়।
আমার লাইফে এমন অনেক মুহুর্ত আসছে যখন আমি উপলব্ধি করেছি ভালো মন্দ যাই ঘটেছিল ভালোর জন্যেই ঘটেছিল ; যদিও তখন মন খারাপ করেছিলাম। মনে করলে দীর্ঘশ্বাস আসে কিন্তু ভালোর জন্য হয়েছিল চিন্তা করলে শান্তনা পাই।

আবার নিজের উপরেই হাসি কত্ত বোকা ছিলাম। রবের পরিকল্পনা বুঝিনি।

আমাদের জীবন গল্পে কিসের সঙ্গে কি যুক্ত করলে আমরা ভালো থাকবো এটা আল্লাহই পরিকল্পনা করে রেখেছেন।

এখানে যদিও সিদ্ধান্ত আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য মস্তিষ্ক দিয়েছেন। তবুও এটাও মাথায় রাখতে হবে নফস এবং শয়তানের কুমন্ত্রণাও আমাদের সঙ্গে আছে। যারা আমাদের সামনে ভুল পথটা আকর্ষণীয় করে তুলে।

এরপর আমরা ভুল পথে সুখ খুঁজতে গেলে, স্বপ্ন পুরন করলে গেলে কখনো কখনো আল্লাহ সেই স্বপ্নটা ভেঙে দিয়ে বুঝায় এটা আমাদের জন্য কল্যাণকর না। বা আমি যেভাবে চলছি এই নিয়মটা আমাদের জন্য কল্যাণকর না। তখন আমরা হতাশ হয়ে পড়ি! এটা ভুল।

আমি যতই গাফেলতি করি — আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা নির্দিষ্ট সময়ের কষ্ট দিয়ে অনির্দিষ্ট কষ্টকে ঢেকে দেন। ঠিক এক সময় এটা আমরা উপলব্ধি করি। এরচেয়ে ভালো। হতাশায় পড়লে আগেই চিন্তা করুন। আফসোস করার আগে মস্তিষ্ক খাটান। নিজেকে যত সম্ভব হতাশা থেকে বের করুন।

লিখেছেন

সুরাইয়া আক্তার সুরভী

লেখিকা, উদ্যোক্তা, ব্যবসায়ী,
মা ডেয়রিসের “মা”

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন
Exit mobile version