পায়ুপথের আশেপাশের লোম কি কাটতে হবে

মলদ্বারের আশে পাশের বা নীচের পশম কী কাটতে হবে?
শরীয়তের বিধান অনুযায়ী নাভির নিচের অবাঞ্ছিত লোমের বা পশমের সীমানা হলো :

পায়ের পাতার উপর ভর করে বসা অবস্থায় নাভি থেকে চার পাঁচ আঙ্গুল পরিমাণ নীচে যে ভাঁজ বা রেখা সৃষ্টি হয় সেখান থেকেই অবাঞ্ছিত লোম বা পশমের সীমানা শুরু। ঐ ভাঁজ থেকে দুই উরু বা রান পর্যন্ত ডান বামের লোম বা পশম, গোপনাঙ্গের চার পাশের লোম, অণ্ডকোষ থেকে মলদ্বার পর্যন্ত উদগত পশম এবং প্রয়োজনে মলদ্বারের আশ-পাশের লোম অবাঞ্ছিত লোম বা পশমের অন্তর্ভুক্ত।

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ جَعْفَرٍ، – قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، – عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ أَنَسٌ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الأَظْفَارِ وَنَتْفِ الإِبْطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً ‏.‏
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ….. আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। গোফ ছাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নীচের লোম ছেচে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যেন আমরা তা চল্লিশ দিনের অধিক দেরি না করি।
[সহীহ মুসলিমঃ২৫৮]

মলদ্বারের আশেপাশের অবাঞ্ছিত লোম বা পশম ব্লেড/রেজার/খুর দিয়ে পরিষ্কার করতে অসুবিধা হলে যে কোন ক্রীম বা তরল পদার্থ দিয়ে সেই পশম পরিষ্কার করা যাবে। তাতে কোন সমস্যা নেই। আর যতদূর সম্ভব যদি শুধু ছোট করলে তা জায়েয হবে।
তবে এটা পরিষ্কার রাখতে হবে।

কেউ কাঁচি বা ট্রিমার দিয়ে ছোট করলে জায়েয হবে, কিন্তু উত্তম হবে না।

فإن أزال شعره بغير الحديد لا يكون على وجه السنة
যদি কেউ চেঁছে না ফেলে অন্য কোনভাবে পরিষ্কার করে তাহলে তা সুন্নাহ অনুযায়ী হবে না।
(কিতাবুন নাওয়াযিল ১৫/৫৪৭)

والله اعلم بالصواب

Exit mobile version