মহিলারা ব্লিচ ব্যবহার করতে পারবে কিনা

মহিলারা ব্লিচ ব্যবহার করতে পারবে কিনা?
(ব্লিচ টা হলো একটা ক্রিমের মত, যেটা মুখে ব্যবহার করে মুখে লোম, নাকের নিচের লোম,এবং ভ্রুর এসে পাসে লাগায় যার ফলে ওই গুলো কালো কালার থেকে গোল্ডেন কালার হয়ে যায়। যাতে তাদের লোম দূর থেকে বেশী বুঝা না যায়, আর ভ্রুর আসেপাশে লাগিয়ে ভ্রুটা কে পরিপাটি দেখায়, সৌন্দর্য জন্য করে থাকে। মুখের ত্বকে কালো দাগ (Tanned Skin) নির্মূল করতেও ব্লিচ ব্যবহার করা হয়।)

মহিলারা তাদের মুখের লোম তুলে ফেলতে পারবে তবে – ভ্রু প্লাক করা। এটা হারাম। হাদিস শরিফে এসেছে,

قَالَ عَبْدُ اللَّهِ: لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা‘আলা অভিশম্পাত করেছেন সেসব নারীদের উপর যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায়, তেমনি যারা ভ্রু চেঁছে সরু (প্লাক) করে, যারা সৌন্দর্য মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা মহান আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।
(বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৪৩, ৫৯৪৮)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version