অনলাইনে যাকাতের টাকা পাঠানো হলে খরচ বহন করবে কে

আমি কাউকে যাকাত হিসাবে ২০০০ টাকা পাঠিয়েছিলাম, সে অনলাইনে (মোবাইল ব্যাংকিং অথবা অন্য অনলাইনের মাধ্যমে) পাঠানোর ফলে খরচ বাবদ ১৮৬০/- টাকা পেয়েছে। আমার ২০০০/- টাকা যাকাত কি আদায় হয়েছে?

অনলাইনের মাধ্যমে কেউ জাকাত দিলে অনলাইনের চার্জ যাকাতদাতাকে বহন করতে হয়। অন্যথায় অনলাইন থেকে যে পরিমাণ চার্জ কাটা হবে, সেই পরিমাণ যাকাত আবার আদায় করতে হবে। কারণ, অনলাইনে খরচ বাবদ যে টাকা কেটে নেওয়া হয় তা যাকাত হিসেবে আদায় করা হবে না। এমতাবস্থায় মূলনীতি হলো যাকাত আদায়ের শর্ত হলো হকদারকে সম্পদের মালিক বানিয়ে দেয়া। যতটুকু সম্পদের মালিক বানানো হবে ততটুকু সম্পদ যাকাত হিসেবে আদায় হবে।
(রদ্দুল মুহতার, খণ্ড-৩, পৃষ্ঠা-২০৩)।

আল্লাহু আলাম।

Exit mobile version