কন্যা সন্তান হওয়ার দোয়া করা যাবে কি না

কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে?
আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুনাহ হবে না। আল্লাহর কাছে কন্যা সন্তান চাওয়া যেতেই পারে। তবে উত্তম হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। আম্বিয়া আলাইহিমুস সালাম ও আল্লাহ তায়ালার বিভিন্ন নবী রাসুল গন তারা আল্লাহ তায়ালার কাছে সন্তান চাইতেন নেক সন্তান।

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ 
হে আমার পরওয়ারদেগার! আমাকে একজন নেক সন্তান দান করুন।

কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো। সেই নেক কিনা?

তারপরেও কারো হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে তিনি মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন, সেই জায়গা থেকে তিনি মেয়ে সন্তান চাইতেই পারেন। কোন দোষের কিছু নেই। 

কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন সেটা আবার করা উচিত না। আল্লাহর ফায়সালা সন্তুষ্ট হওয়া উচিত, কারণ আল্লাহ তায়ালা যা নির্বাচন করেছেন, তিনি যা ভেবেছেন তার থেকে তা কল্যাণ কর হবে। সে জায়গা থেকে হা হুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয়।

Exit mobile version