মায়ের যাকাত সন্তানরা আদায় করতে পারবে কি

আমার মায়ের উপর যাকাত ফরজ হয়েছে, আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, এই ঈদে তিনি আমার বোনাসের টাকা দিয়ে তার যাকাত দিতে চান। আম্মার যাকাত কি সম্পূর্ণ হবে?
নাকি আম্মাকে নিজের টাকা থেকে যাকাত দিতে হবে?

সম্পদের মালিকের উপর যাকাত ফরজ হয়। যাইহোক, আপনি যদি তার অনুরোধে বা তার অনুমতিক্রমে তাকে স্বেচ্ছায় তার যাকাত আদায় করে দেন, তবে তার যাকাত আদায় হয়ে যাবে এবং আপনি আপনার মায়ের সেবার জন্য সওয়াব পাবেন।
(আদ্দুররুল মুখতার ২/২৯৮)

Exit mobile version