মসজিদে কি মান্নত করা জায়েয আছে

মসজিদের নামে কোনো কিছু মান্নত করা যাবে কি না?
মান্নতের টাকা মসজিদে দেওয়া যাবে কি?
মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচেয় সম্মানের জায়গা। ইসলামি শরিয়তে মসজিদের নামে কোনো কিছুর মান্নত হয় না।

কারণ মান্নতের টাকা সেসব খাতে ব্যয় করতে হয়, যেসব খাতে যাকাতের অর্থ ব্যয় করা যায়। আর মসজিদে যাকাতের টাকা ব্যয় করা যায় না। তাই মসজিদের নামে মান্নত সহীহ হবে না।

যদি কেউ মসজিদের নামে মান্নত করে, তাহলে তা পূরণ করা জরুরি নয়। তারপরও যদি কেউ আদায় করে তাহলে সে মাল নফল দান হিসাবে গণ্য হবে এবং তা মসজিদ কল্যাণের কাজে ব্যয় করা যাবে।
রদ্দুল মুহতার-৩/৭৩৫, দারুল উলুম-১২/১২৯, ফতোয়ায়ে রাহমানিয়া-২/২৯৮

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version