ম্যারেজডে তে স্বামী-স্ত্রীকে বা স্ত্রী-স্বামীকে কোনো উপহার দিতে পারবে কি?

ওই দিনটাই স্বামী স্ত্রী স্পেশাল ভাবে উৎযাপন করতে পারবে কি?
বিবাহ বার্ষিকী পালন ইসলামি সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। বরং এটি বিজাতীয় সংস্কৃতির একটি অংশ। আর বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা মুসলমানদের জন্য বৈধ নয়।
যারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবে তাদের হাশর নাশরও বিজাতীয়দের সাথে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

من تشبه بقوم فهو منهم
‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত।’
[সুনানে আবু দাউদ ২/৫৫৯]

কাজেই বিবাহ বার্ষিকী পালন করা ইসলামি শরিয়তে বৈধ নয়।

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version